অংশীদার পরিচয়

Levi Strauss Foundation

Levi Strauss Foundation ২০১৮ সাল থেকে RISE এর প্রতিষ্ঠাকালীন অংশীদার BSR HERproject এর সাথে যুক্ত হয়ে মিশরে Levi Strauss & Co. এর একটি সাপ্লাইয়ার ফ্যাক্টরিতে জেন্ডার রেস্পন্সিভ উপায়ে মজুরি ডিজিটাইজেশনের পাইলট কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে ২০২২ সাল পর্যন্ত ৯০০০ শ্রমিকের মজুরি তাদের ডিজিটাল একাউন্টে পরিশোধ করা হয়েছে এবং শ্রমিকদেরকে এই ডিজিটাল পদ্ধতির উপরে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

Mastercard Center for Inclusive Growth

Mastercard Center for Inclusive Growth হচ্ছে RISE এর অন্যতম প্রতিষ্ঠাকালীন অংশীদার যারা আর্থিক স্বাস্থ্যের ধারণা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৮ সাল থেকে এই সেন্টার RISE এর প্রতিষ্ঠাকালীন অংশীদার BSR HERproject এর সাথে যুক্ত হয়ে তৈরি পোশাক ফ্যাক্টরির শ্রমিকদের মজুরি ডিজিটাইজেশনের জন্য কাজ করে যাচ্ছে। এই অংশীদারত্ব একাধিক দেশে আর্থিক সক্ষমতা প্রশিক্ষণের সাথে ডিজিটাল মজুরির বিষয়টি যুক্ত করে ব্যবস্থাপক এবং শ্রমিকদের, বিশেষত নারী শ্রমিকদের জন্য আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয় সুবিধাগুলোকে সহজলভ্য করেছে।

The Bill & Melinda Gates Foundation

Bill & Melinda Gates Foundation এবং RISE এর প্রতিষ্ঠাকালীন অংশীদার BSR HERproject জেন্ডার রেস্পন্সিভ উপায়ে মজুরি ডিজিটাইজেশনের পাইলট কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০১৫-২০২২ সাল পর্যন্ত এক সাথে কাজ করেছে। বাংলাদেশে ২০২০ সালে এ কর্মসূচির মাধ্যমে ৭৫ টি কারখানায় ১০০,০০০ এর বেশি কর্মীর মজুরি ডিজিটাইজেশন হয়েছে। ফলশ্রুতিতে প্রশাসনিক জটিলতা এবং পে-রোল তৈরিতে ব্যয় হওয়া অতিরিক্ত সময় কমেছে, একই সাথে বেড়েছে কর্মীদের আর্থিক স্বাক্ষরতা এবং নারী কর্মীদের আর্থিক ক্ষমতায়ন।

RISE

RISE: Reimagining Industry to Support Equality বৈশ্বিক গার্মেন্টস, ফুটওয়্যার এবং হোম টেক্সটাইল সাপ্লাই চেইনে জেন্ডার সমতাকে এগিয়ে নিতে সহযোগিতামূলক শিল্প পদক্ষেপকে সমর্থন করার একটি উদ্যোগ। RISE তিনটি মূল কৌশলের মাধ্যমে তার মিশন পরিচালনা করে: (১) শ্রমিক এবং ব্যবস্থাপকদের জ্ঞান এবং দক্ষতাকে জোরদার করা; (২) ব্যবসায়িক অনুশীলনে জেন্ডার সমতাকে প্রোথিত করা এবং (৩) শিল্প ও পাবলিক পলিসিকে প্রভাবিত করা।

RISE Transform Financial Health সম্পর্কে বিস্তারিত তথ্য এবং জিজ্ঞাসার জন্য যোগাযোগ করুন https://riseequal.org/contact-us